Game

3 weeks ago

East Bengal FC : পঞ্জাবের বিরুদ্ধে লড়াই মরণ-বাঁচন, কার্ড সমস্যায় খেলবেন না লাল-হলুদের তারকা ফুটবলার

East Bengal FC
East Bengal FC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইস্টবেঙ্গল ফুটবল দলের কপালে চিন্তার ভাঁজ যেন কিছুতেই কাটতে চাইছে না। রবিবার তারা বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে প্লে-অফের লড়াইয়ে এখনও পর্যন্ত কিছুটা হলেও ইস্টবেঙ্গলের অক্সিজেন বেঁচে রয়েছে। এই পরিস্থিতিতে আগামী ম্যাচে পঞ্জাব এফসি'র বিরুদ্ধে যে কোনও মূল্যে জিততেই হবে লাল-হলুদ ব্রিগেডকে। কিন্তু, এই ম্যাচ খেলতে নামার আগে একটি বড়সড় সমস্যার মুখে পড়েছে ইস্টবেঙ্গল শিবির। কার্ড সমস্যার কারণে এই ম্যাচ খেলতে পারবেন না দলের তারকা গোলকিপার প্রভসুখন সিং গিল। অযথা সময় নষ্ট করার জন্য তাঁকে হলুদ কার্ড দেখানো হয়েছে। এটা লাল-হলুদ ব্রিগেডকে যে কিছুটা হলেও মানসিক ধাক্কা দেবে, তা বলা যেতেই পারে।

কোন অঙ্কে প্লে-অফে উঠতে পারবে ইস্টবেঙ্গল এফসি?

কলিঙ্গ সুপার কাপ জয় করার পর ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশা আইএসএল টুর্নামেন্ট নিয়েও অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু, ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ভাগে কার্লেস কুয়াদ্রাতের দল কার্যত মুখ থুবড়ে পড়ে। একের পর এক ম্যাচে জয় অধরা থাকায়, দলের সমর্থকরাও ক্রমশ ক্ষুব্ধ হতে শুরু করেন। শেষপর্যন্ত বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে এই জয় কিছুটা হলেও ইস্টবেঙ্গলকে যে স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ঝুলিতে রয়েছে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট। এই পরিস্থিতিতে লাল-হলুদ ব্রিগেডকে যদি শেষ ৬-য়ে উঠতে হয়, তাহলে চোখ বন্ধ করে পঞ্জাব এফসি'কে হারাতেই হবে। কিন্তু, এই গুরুত্বপূর্ণ ম্যাচে যদি প্রভসুখন সিং গিল না খেলতে পারেন, তাহলে কুয়াদ্রাত অ্যান্ড কোম্পানির রক্তচাপ যে আরও বাড়বে তা নিয়ে সন্দেহ নেই।

পঞ্জাবকে হারালেই প্লে-অফ নিশ্চিত করবে ইস্টবেঙ্গল?

না, এই সমীকরণটা এতটাও সহজ নয়। কারণ ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাইয়িন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড। পঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতলে ২৭ পয়েন্ট তারা অর্জন করতে পারবে। অন্যদিকে ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে চেন্নাইয়িন এফসি। কিন্তু, তাদের হাতে এখনও পর্যন্ত দুটো ম্যাচ বাকী রয়েছে। নর্থ-ইস্ট ইউনাইটেড এবং এফসি গোয়ার বিরুদ্ধে যদি তারা জয়লাভ করে, তাহলে ৩০ পয়েন্ট সংগ্রহ করে হাসতে হাসতে প্লে-অফে পৌঁছে যাবে। এমনকী, একটা ম্যাচে জয় এবং একটায় ড্র করলেও তারা টিকিট কনফার্ম করতে পারবে।

অন্যদিকে ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড। তাদের হাতেও বাকি রয়েছে দুটো ম্যাচ। চেন্নাইয়িন এবং ওডিশাকে হারাতে পারলে তারা ২৯ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে তারাও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে। তবে তিনটে দলের পয়েন্ট যদি সমান হয়, তাহলে গোল পার্থক্যে ইস্টবেঙ্গলই এগিয়ে থাকতে পারবে। এমন একটি কঠিন সমীকরণে লাল-হলুদের অতন্দ্র প্রহরী সামান্য ভুলের কারণে যে চিন্তা বাড়িয়েছেন, তা অস্বীকার করা যায় না।

You might also like!