Game

14 hours ago

Club World Cup 2025: ক্লাব বিশ্বকাপে নেই স্পেন ও ইতালির রেফারি

Club World Cup 2025
Club World Cup 2025

 

জুরিখ, ১৫ এপ্রিল : নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে ১৪ জুন থেকে, চলবে ১৩ জুলাই পর্যন্ত। নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জায়গা পাননি স্পেন ও ইতালির কোনও রেফারি। আসরটির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা সোমবার রাতে ঘোষণা করেছে ফিফা। ৩৫ রেফারির মধ্যে ১১ জন আছেন ইউরোপ থেকে। সহকারী রেফারি আছেন মোট ৫৮ জন, আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ২৪ জন।

You might also like!