Game

7 months ago

IPL 2024 : লখনউয়ের বিরুদ্ধে ছয় ছক্কা, ম্যাচ শেষে কাকে ধন্যবাদ জানালেন অভিষেক?

Six sixes against Lucknow, whom did Abhishek thank at the end of the match?
Six sixes against Lucknow, whom did Abhishek thank at the end of the match?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচলতি মরশুমের শুরু থেকেই নজর কেড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মা। চলতি আইপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। তাঁর মেন্টর কে জানেন?

আসলে অভিষেকের মেন্টর হলেন সিক্সার কিং যুবরাজ সিং। লখনউয় সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। এই ম্যাচের পরেই নিজের মেন্টরকে ধন্যবাদ জানালেন অভিষেক শর্মা।

এদিকের ম্যাচের পরে ম্যাচের পরে যুবরাজ সিং, ব্রায়ান লারা ও নিজের বাবাকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক শর্মা। তিনি ম্যাচের সব কৃতিত্ব ট্রাভিস হেডকে দিয়ে বলেন, 'যুবি পাজিকে ধন্যবাদ জানাই, একই ভাবে ব্রায়ানক লারাকেও। আর আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমার প্রথম কোচ।'


You might also like!