Game

1 month ago

Women Asia Cup Cricket: মহিলা এশিয়া কাপে ভারতের গ্রুপে পাকিস্তান

Pakistan in India's group in Women's Asia Cup
Pakistan in India's group in Women's Asia Cup

 

কলম্বো, ২৭ মার্চ : ১৬ বছর পর মেয়েদের এশিয়া কাপ হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। ২০০৮ এশিয়া কাপও হয়েছিল শ্রীলঙ্কায়। ৮ দলের এই নবম আসরে ভারতের 'এ' গ্রুপে আছে পাকিস্তান,আরব ও নেপাল। আর ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মঙ্গলবার রাতে সূচি প্রকাশ করেছে।

আগামী ১৯ জুলাই পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের এশিয়া কাপের আসর।

আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি এশিয়া কাপে জায়গা করে নিয়েছে। আর মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল ও আরবকে বাছাইয়ের বাধা টপকে এশিয়া কাপে আসতে হয়েছে।

গ্রুপ পর্বে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। সেমিফাইনাল দুটিই হবে ২৬ জুলাই। আর ফাইনাল ২৮ জুলাই। সব ম্যাচ হবে ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আগের আট আসরের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর একবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ২০১৮ সালে মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে।


You might also like!