West Bengal

1 week ago

RG Modi: তৃণমূলের 'অত্যাচার' আর 'দূর্নীতি'-র প্রতিবাদে পদ্মফুলে ছাপের আরজি মোদীর

RG Modi's padma flower print to protest Trinamool's 'tyranny' and 'corruption'
RG Modi's padma flower print to protest Trinamool's 'tyranny' and 'corruption'

 

বালুরঘাট, ১৬ এপ্রিল: তৃণমূলের ‘অত্যাচার’ আর ‘দূর্নীতি’-র হরেক নজির দিয়ে বালুরঘাটের সাংসদ তথা প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বালুরঘাটের জনসভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি সভায় এদিন বলেন, “আমাদের বিজেপি কর্মীরা নিত্যদিন অত্যাচারিত, খুন হচ্ছেন। সন্দেশখালির ঘটনা সমগ্র দেশ দেখেছে কিভাবে তৃণমূল শেষ পর্যন্ত চেষ্টা করেছে অপরাধীদের বাঁচানোর। সরকারি জায়গাগুলি তৃণমূলের দুর্নীতির আখড়া হয়ে গেছে। প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হচ্ছে। কেন্দ্রীয় আধিকারিকরা কোথাও গেলে তাদের উপর হামলা চালানো হচ্ছে।”

মোদীর অভিযোগ, “পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে আর শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ-এর বিরোধিতা করছে। তৃণমূলের মিথ্যা গুজবে কান দেবেন না। তৃণমূলের পাপের সাজা দিন পদ্মফুলে ছাপ দিয়ে।”

তিনি বলেন, “এই প্রথম কোনও সরকার কৃষক, শ্রমিকদের কথা ভেবেছে। ১৮ টি বিভিন্ন খাতের সঙ্গে যুক্ত কারিগরদের পিএম বিশ্বকর্মার সঙ্গে যুক্ত করা হয়েছে। ১৩ হাজার কোটি টাকার খরচ করা হচ্ছে তাঁদের রোজগার বাড়ানোর জন্য। পাট চাষীদের জন্য বিগত ১০ বছরে পাটের এমএসপির (সর্বোচ্চ বিক্রয়মূল্য) দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। চিনি, সবজি সহ একাধিক জিনিসের প্যাকেজিংয়ের জন্য পাটের ব্যবহার বাড়ানো হয়েছে। পাট চাষীদের জন্য জুট ‘আই কেয়ার’ প্রকল্প আনা হয়েছে। যাতে বাংলার ৩ লাখ চাষি উপকৃত হচ্ছেন।”


You might also like!