Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Anupurna Roy: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের সাফল্য,বিশ্ব মঞ্চে, সেরা পরিচালকের খেতাব অনুপূর্ণার !

Indian filmmaker Anuparna Roy
Indian filmmaker Anuparna Roy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৮২ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের জয়জয়কার। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়ে বিশ্ব সিনেমা মহলে আলোড়ন সৃষ্টি করলেন পরিচালক অনুপূর্ণা রায়। তাঁর পরিচালিত ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ এর জন্য এই মর্যাদাপূর্ণ সম্মান লাভ  করেছেন তিনি। অনুপূর্ণার হাতে পুরস্কার তুলে দেন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো। সাদা শাড়ি পরে মঞ্চে উঠে পুরস্কার নেন পরিচালক। পুরস্কার হাতে চোখ ছলছল করে ওঠে তাঁর। 

‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবিটি মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবনের গল্প। এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ, সুমি বাঘেল। প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং। অনুরাগ কাশ্যপ প্রেজেন্টার। সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে অন্তরালে থাকা প্রত্যেক নারীর লড়াইকে কুর্নিশ  জানিয়েছেন অনুপূর্ণা। তাঁর কথায়, “এই ছবিটি প্রত্যেক মহিলার লড়াইয়ের গল্প। যাঁরা নিঃশব্দে লড়াই করার পরেও তেমন গুরুত্ব পান না, তাঁদের উৎসর্গ করা হল। এই জয় হয়তো নীরব বিপ্লবীদের ভাষা হয়ে উঠবে। শক্তি হয়ে উঠবে।” 


এই প্রসঙ্গে পরিচালক বলেন, “আমি প্রযোজক অনুরাগ কাশ্যপ এবং সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ জানাই। আমার ডিওপি অশীতিপর গাফার দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কেও অশেষ ধন্যবাদ। আমার শহর, আমার দেশের প্রত্যেককে এই পুরস্কার উৎসর্গ করছি।” ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত ইস্যুতেও মুখ খোলেন তিনি। বলেন,  “প্রত্যেক শিশুর শান্তি, স্বাধীনতা অর্জনের অধিকার রয়েছে। প্যালেস্তাইনও ব্যতিক্রম নয়। হয়তো আমার এই কথায় আমার দেশেরও কেউ কেউ বিরক্ত হবেন, তবু আমি একথা বলবই।” পুরস্কার জয়ের পর থেকে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পরিচালক। বলা বাহুল্য, বিশ্ব সিনেমার মঞ্চে অনুপূর্ণার এই সাফল্য ভারতের সিনেমা জগতের জন্য এক গর্বের মুহূর্ত।

You might also like!