কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান সুপার লিগে ৪টি ম্যাচ পর হায়দরাবাদের বিরুদ্ধে জিতেছে মোহনবাগান। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের লাস্ট বলেহায়দরাবাদ এফসিকে তাঁরা হারিয়েছে ২-০তে। অনেক গোলের সুযোগ তৈরি হয়েছে মাত্র দুটি গোল। মোহনবাগান কোচের চিন্তা এখন দলের নির্ভরযোগ্য দুই খেলোয়াড় আনোয়ার আলি ও ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে। ডার্বি ম্যাচে আহত হওয়ার পর গত হায়দ্রাবাদ ম্যাচে পাওয়া যায়নি দু-জনকেই।
বুধবার গোয়ার মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁদের সার্ভিস কতটুকু পাওয়া যাবে সে নিয়ে চিন্তায় মোহন কোচ। এফসি গোয়া ম্যাচের আগে অনুশীলনে অবশ্য ফিরেছেন আনোয়ার আলি। তবে তাঁর চোট নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কারণ দীর্ঘ সময় পর চোট কাটিয়ে ডার্বিতেই ফিরেছিলেন এই তরুণ ডিফেন্ডার। কিন্তু ডার্বিতে নেমেই আবার চোট। এরফলে মাঠ ছাড়তে হয় আনোয়ারকে। তাঁর চোট নিয়ে কোচ হাবাস বলেছেন, ‘আনোয়ার ৮০ থেকে ৮৫ শতাংশ ফিট। তবে টিমের সঙ্গে গোয়া যাবে কিনা তা এখনও কিছু বলা যাচ্ছে না। উনি ধীরে ধীরে উন্নতি করছেন।’ পয়েন্ট টেবলের দু'নম্বরে আছে এফসি গোয়া। তাঁদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগান কোচ বলছেন, ‘এই ম্যাচে ওরা সেরা একাদশ নামাবে আর আমারাও দলের সেরা একাদশ নামাব। বিপক্ষের কে আছে, কে নেই,বা আমার দলে কে আছে কে নেই সে সব নিয়ে ভাবছি না। প্রতিপক্ষের পুরো দলটা নিয়েই ভাবছি। এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। প্রতিটা ম্যাচ নিয়েই ভাবনা চিন্তা করছি। আমার লক্ষ্য প্রতিটা ম্যাচ জেতা।’