কলকাতা, ২৬ এপ্রিল : টানা পরাজয়ের পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শনিবার ইডেন গার্ডেনে পঞ্জাব কিংসের (পিবিকেএস) বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে নামবে। পয়েন্ট টেবিলে পঞ্জাব আছে ৫ নম্বরে আর কলকাতা আছে ৭ নম্বরে। আইপিএলে কেকেআর বনাম পিবিকেএসের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড:
খেলা ম্যাচ: ৩৪টি
কেকেআর জিতেছে: ২১টি
পিবিকেএস জিতেছে: ১৩টি
শেষ ফলাফল: পিবিকেএস ১৬ রানে জয়ী (এপ্রিল ২০২৫)
আইপিএলে ইডেন গার্ডেনে কেকেআর বনাম পিবিকেএসের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড:
খেলা ম্যাচ : ১৩টি
কেকেআর জিতেছে : ৯টি
পিবিকেএস জিতেছে : ৪টি
শেষ ফলাফল : পিবিকেএস ৮ উইকেটে জয়ী (এপ্রিল ২০২৪)
ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড :
খেলা ম্যাচ : ৯২টি
জিতেছে : ৫৩টি
হার : ৩৯টি
সর্বোচ্চ স্কোর : পঞ্জাব কিংস ২৬২/২ বনাম কেকেআর (এপ্রিল ২০২৪)
সর্বনিম্ন স্কোর : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪৯ অলআউট বনাম কেকেআর (এপ্রিল ২০১৭)