প্যারিস, ৬ আগস্ট : প্যারিস অলিম্পিক হকিতে মঙ্গলবার ভারত মুখোমুখি হচ্ছে পশ্চিম জার্মানির। ভারতীয় হকি দল এবারের অলিম্পিকে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স দেখাচ্ছে। ভারত সেমি ফাইনালে উঠতেই ১৪০ কোটি ভারতবাসী উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ম্যাচ শুরু হবে।
অলিম্পিক টুর্নামেন্টে জার্মানির বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স:
অলিম্পিক টুর্নামেন্টে ইতিপূর্বে জার্মানির বিরুদ্ধে ১২টি ম্যাচে ভারতীয় হকি দল পাঁচটিতে জয়লাভ করেছে। অন্যদিকে জার্মানি চারটে ম্যাচেই জয়লাভ করেছে। আর তিনটে ম্যাচ ড্র হয়েছে। তবে ভারত বনাম জার্মানি গত পাঁচটি ম্যাচের পরিসংখ্যান যদি লক্ষ্য করা যায়, তাহলে ভারত চারটে ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে, জার্মানি জিতেছে মাত্র একটি ম্যাচ।