Game

1 year ago

ICC Cricket World Cup : ছন্দে থাকলেও রয়েছে একাধিক ত্রুটি, কোন ৫ কারণে ফাইনালে সমস্যায় পড়তে পারে ভারত ?

India cricket Team
India cricket Team

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত । সেমিফাইনাল পর্যন্ত একটা ম্যাচেও হারেনি টিম ইন্ডিয়া । যেমন ব্যাটিং, তেমনই বোলিং...দু'দিক থেকেই ভাল ফর্মে রয়েছে ভারতীয় দল । তবে, তার মধ্যে বেশ কিছু ত্রুটি বা খামতি আছে, বেশ কিছু সমস্যা রয়েছে, যে কারণে ট্রফি হাতছাড়া হতে পারে ভারতের । সেরকমই ৫টি সমস্যা কী কী, জেনে নিন...

আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম সমস্যায় ফেলতে পারে মহম্মদ সিরাজের বোলিং । বিশ্বকাপের ম্যাচগুলিতে দেখা গিয়েছে, সবসময় বেশি রান দিয়ে ফেলেন তারকা পেসার । নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর বোলিংয়ের জন্য বিপদে পড়তে হয়েছিল ভারতকে । খারাপ ফিল্ডিং, আরও একটা সমস্যা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই তার প্রমাণ পাওয়া গিয়েছে । ফাইনালের দিনও যদি চাপের মধ্যে একের পর এক এরকম ক্যাচ মিস যায়, তাহলে তার বড় মাশুল দিতে হতে পারে ভারতকে ।

আরও একটা সমস্যা হল ষষ্ঠ বোলারের অভাব । আগের ম্যাচগুলিতে হার্দিক পান্ডিয়ার বদলে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলকে বল করতে দেখা গিয়েছিল । কিন্তু, সবথেকে বেশি ষষ্ঠ বোলারের অভাববোধ হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, বিশেষ করে ঠিক সেইসময় যখন উইলিয়ামসন ও মিচেলের জুটি ভাঙতে পারছিলেন না পাঁচ বোলারের কেউই । আরও একটা সমস্যা হল লোয়ার মিডল অর্ডার । বিশ্বকাপের গত ম্যাচগুলিতে দেখা গিয়েছে, ওপেনার, মিডল অর্ডার ব্যাটসম্যানরাই ম্যাচ জিতিয়েছেন । লোয়ার মিডিল অর্ডারে যাঁরা রয়েছেন, তাঁদের সেভাবে মাঠে নামতে হয়নি । যেমন জাদেজা, সূর্যকুমার যাদব কেমন খেলবেন, তা পরীক্ষিত নয় । সেক্ষেত্রে, প্রথম দিকে দুই-তিনজন যদি ব্যর্থ হন, তাহলে চাপে পড়তে পারে ভারত । এছাড়া, টানা দেড় মাস খেলছে ভারত । সেই ক্লান্তিও সমস্যা তৈরি করতে পারে ।

You might also like!