উলফসবার্গ, ১ অক্টোবর : জার্মানির মহিলা দলের অধিনায়ক আলেকজান্দ্রা পপ সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানালেন। যিনি ২০১৬ সালের অলিম্পিক স্বর্ণপদক, এইবারের প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০২২ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রানার-আপ দলের সদস্য ছিলেন। ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জার্মানির হয়ে তাঁর ১৪৫তম ও শেষ ম্যাচ খেলবেন আলেকজান্দ্রা পপ।
পপ ২০১০ সালে জার্মানির হয়ে তাঁর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক অভিষেক হয় এবং চারটি বিশ্বকাপে খেলেছেন। প্যারিস অলিম্পিকের পর থেকে জার্মান জাতীয় দল থেকে অবসর নেওয়া তৃতীয় সিনিয়র খেলোয়াড় তিনি৷ ৬৭ গোল করে তিনি জার্মানির মহিলা ফুটবলে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।