Game

1 year ago

Qatar World Cup 2022 : কাতার বিশ্বকাপকে ডকুমেন্টারিতে রূপ দিল ফিফা

FIFA World Cup 2022
FIFA World Cup 2022

 

নয়াদিল্লি, ২৬ মার্চ  : বিগত ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তিন মাস আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে বহুল কাঙ্ক্ষিত শিরোপা জিতেছে লাতিন আমেরিকার আর্জেন্টিনা। বিশ্ব আসরের শিরোপা জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হেরে ঘুরে দাঁড়ানো আর নাটকে পরিপূর্ণ আসর সবকিছু যেন পরিপূর্ণতা দিয়েছে মেসিদের এ বিশ্বজয়।

এবার কাতার বিশ্বকাপকে ডকুমেন্টারিতে রূপ দিল ফিফা। ‘রিটেন ইন দ্য স্টারস’ নামে ফিফার অফিসিয়াল এই ডকুফিল্মটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ডকুমেন্টারি ফিল্মটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩৪ মিনিট। ফিফার ওয়েবসাইটে এটি বিনামূল্যে উপভোগ করা যাবে। এতে কণ্ঠ দিয়েছেন ওয়েলশ অভিনেতা মিকায়েল শীন।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ১৭২টি গোল হয়েছে কাতারের এই বিশ্বকাপে। ডকুমেন্টারিতে উঠে এসেছে গোলের সেসব মুহুর্ত। এছাড়া বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা ও রুদ্ধশ্বাস পরিস্থিতির প্রেক্ষাপটগুলোও এই ডকুমেন্টারিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাই ফুটবলভক্তদের অদেখা অনেক দৃশ্য ক্যামেরার নানা অ্যাঙ্গেলে তুলে আনা হয়েছে এই ফিল্মে।

ডকুমেন্টারিতে অভিনেতা শীনের কণ্ঠে বেজে ওঠে, 'এটি সেই গল্প (রিটেন ইন দ্য স্টারস), যেখানে ৩২টি দল জড়িত। এখানে রয়েছে আর্জেন্টিনা ও ফুটবলের মহাতারকা লিওনেল মেসির গল্প; যারা কঠোর পরিশ্রমে বিশ্বজয়ের মাইলফলক নিজেদের করে নিয়েছে। তাঁরা এমন একটি ম্যাচ উপহার দিয়েছে যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ম্যাচগুলোর একটি।'


You might also like!