
মিয়ামি, ৮ ডিসেম্বর : কোপা আমেরিকার জাঁকজমকপূর্ণ আসরটির ভেন্যু চূড়ান্তর পর এবার অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। গতকাল রাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হয়েছে ড্র পর্ব। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। মোট ১৬ দলকে চার ভাগে ভাগ করা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান গ্রুপ ‘এ’তে। তাদের গ্রুপে রয়েছে লাতিন আমেরিকার দুই দেশ পেরু ও চিলি। আর চতুর্থ দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে আসতে পারে কানাডা অথবা ত্রিনিদাদ ও টোবাগোর একটি দল।
গ্রুপ ‘ডি’তে ব্রাজিলের প্রতিপক্ষ কনমেবল অঞ্চলের দুই দেশ কলম্বিয়া ও প্যারাগুয়ে। বাছাইপর্ব পেরিয়ে কনকাকাফ থেকে আসবে কোস্টারিকা অথবা হন্ডুরাসের থেকে যেকোনো একটি দেশ। গ্রুপ ‘বি’তে কনমেবলের দুই দেশের সঙ্গে আছে কনকাকাফের দুই দেশ। ইকুয়েডর, ভেনেজুয়েলাকে লড়তে হবে শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে। তাদের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ জ্যামাইকা। গ্রুপ ‘সি’ তে উরুগুয়েকে লড়তে হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল বলিভিয়া ও পানামা।
