ম্যানচেস্টার, ১৯ সেপ্টেম্বর : ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে ইন্টার মিলানকে হারাতে পারল না। আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠছিল। লড়াই শেষে দেখা মিলল না বিজয়ীর। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
পেপ গুয়ার্দিওলার দল প্রথমার্ধে ভালো পারফরমেন্স দেখাতেই পারেনি। বিরতির পর অবশ্য গোলের জন্য মরিয়া ছিল। আক্রমণে তাদের আধিপত্য ছিল। কিন্ত কাজের কাজ কিছু করতে পারেননি হলান্ডরা।সারা ম্যাচে ২২টি শট নিয়ে মাত্র পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছে সিটি। আর ইন্টারের ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।উল্লেখ্য ২০২২-২৩ আসরের ফাইনালে ইন্টারকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি।