Game

1 week ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ: বুধবার দুরন্ত রিয়ালের সামনে প্রত্যয়ী বায়ার্ন

Champions League: Convinced Bayern face fierce Real on Wednesday
Champions League: Convinced Bayern face fierce Real on Wednesday

 

মাদ্রিদ, ৮ মে: বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ইতিহাস ও ঐতিহ্যের বিবেচনায় রিয়াল মাদ্রিদ অবশ্যই এগিয়ে। কিন্তু বায়ার্ন মিউনিখ এক বিন্দু ছেড়ে দিতে রাজি নয়।

এদিন সেমি-ফাইনালের ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত একটায়।

লড়াইটা ইউরোপের এই দুই ফুটবল পরাশক্তির খেলা দেখার জন্য উদগ্রীব ফুটবল বিশ্ব। চলতি মরসুমে বায়ার্ন একেবারেই ছন্দহীন খেলে ম্যাচ ড্র করেছে।দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে তারা মরিয়া।

আর রিয়ালের পারদর্শিতা, সক্ষমতা প্রশ্নাতীত।বায়ার্নের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লাও কিছুটা হেলে রিয়ালের দিকে। একক ম্যাচ হিসেবে মোট ২৭ বার দেখা হয়েছে দুটি দলের, যার ১২বার জিতেছে রিয়াল, ১১টি জয় বায়ার্নের, বাকি চারটি ড্র।

প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি (৫ বার) ফাইনাল খেলার রেকর্ডটি আছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। আর সেটাকে আরও বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ তার সামনে আজ।


You might also like!