Country

7 months ago

Eight people died in accident: ইন্দোর-আহমেদাবাদ হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু ৮ জনের, প্রাণে বাঁচলেন একজন

8 dead, 1 dead in accident on Indore-Ahmedabad highway
8 dead, 1 dead in accident on Indore-Ahmedabad highway

 

ইন্দোর, ১৬ মে: মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, একটি এসইউভি গাড়িতে মোট ৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে, মাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছেন। ডিএসপি (গ্রামীণ) উমাকান্ত চৌধুরী বলেছেন, "আমরা বেতওয়া থানা এলাকায় ইন্দোর-আহমেদাবাদ হাইওয়েতে একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়েছি। একটি বোলেরো এসইউভি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং গাড়িতে থাকা ৯ জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। সকলেই গুনার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য মারা গিয়েছেন।"

পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি অজ্ঞাত পরিচয় গাড়ির সঙ্গে যাত্রীবোঝাই গাড়ির সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৯ জনের মধ্যে ৮ জনেরই মৃত্যু হয়েছে। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


You might also like!