Country

20 hours ago

Christians celebrate Christmas: বড়দিনে আনন্দ-উৎসবে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা, মধ্যরাতে গির্জায় প্রার্থনা

Christians celebrate Christmas
Christians celebrate Christmas

 

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : বুধবার বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি আপামর জনগণ মেতে উঠেছেন আনন্দ-উৎসবে। মঙ্গলবার মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্টা ধ্বনি, ক্যারল ও বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে সূচনা হয় বিশেষ উৎসবের। জিংগল বেল আলোকমালায় সুসজ্জিত গির্জাগুলির পাশাপাশি বাড়ি-ঘর, রাস্তা ঘাটও শপিং মলগুলিও সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি, বেলস, স্টার দিয়ে। বড়দিন উপলক্ষে চলেছে উপহারের আদান প্রদানও। পোপ ফ্রান্সিস, সেন্ট পিটারসন ব্যাসিলিকায় ২০২৫-এর পবিত্র বর্ষের সূচনা করেন। যিশুর জন্মস্থান বেথলেহেমে অবশ্য গাজায় যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষিতে বড়দিনের উৎসব কিছুটা ম্লান।

You might also like!