Country

21 hours ago

Weather Forcast in Mumbai: বুধেও ধোঁয়াশায় আচ্ছন্ন মুম্বই, বাতাসের গুণগতমান মন্দ পর্যায়ে

Mumbai is shrouded in smog on Wednesday
Mumbai is shrouded in smog on Wednesday

 

মুম্বই, ২৫ ডিসেম্বর : বাণিজ্যনগরী মুম্বই বুধবার সকালেও ধোঁয়াশার মোড়া। মুম্বইয়ে প্রভাদেবী, প্যারোল, বান্দ্রা প্রভৃতি এলাকায় বুধবার সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে মুম্বইয়ের বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে।

ধোঁয়াশা থাকলেও, তাতে অবশ্য সমস্যা হচ্ছে না। সকালের দিলে মুম্বই ধোঁয়াশায় আচ্ছন্ন থাকলেও, বেলা বাড়তেই আকাশ হয়ে যাচ্ছে পরিষ্কার।

You might also like!