
করাচি, ২৮ নভেম্বর : জয়ের খুব কাছে ছিল পাকিস্তান। শেষ ৬ বলে ১০ রান নিতে ব্যর্থ হলো সালমান আলীরা। বৃহস্পতিবার দিন রাতের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠল শ্রীলঙ্কা। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানে থেমেছে স্বাগতিকরা। ইনিংসের শেষ ওভারে ৩ রানের বেশি পাকিস্তানকে তুলতে না দিয়ে লঙ্কানদের জয়ের নায়ক পেসার দুশমন্থ চামিরা। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট নিয়ে লঙ্কানদের জয়ের নায়ক চামিরা। ম্যাচসেরা ও সেরা বোলারের পুরস্কারও উঠেছে তার হাতে।
