
মুম্বই, ২৬ নভেম্বর : আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোহিত শর্মাকে আসরের ‘অ্যাম্বাসাডর’ বা দূত হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি। উল্লেখ্য, গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়ে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন রোহিত শর্মা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মুম্বইয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সময় রোহিত শর্মাকে আসরের ‘অ্যাম্বাসাডর’ বা দূত হিসেবে নিয়োগের ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। অ্যাম্বাসাডর পদে নিয়োগ পেয়ে রোহিত বলেছেন, 'ভারতে আবারও এই টুর্নামেন্ট হচ্ছে। এটা ভেবে দারুণ লাগছে। নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত।'
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপের জন্য গ্রুপ ও সূচি প্রকাশ করেছে করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সূচি অনুযায়ী দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ তে আছে।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ:গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা।
