Game

1 hour ago

Ashes 2025: ব্রিসবেনের দ্বিতীয় টেস্টেও নেই কামিন্স ও হ্যাজেলউড

Even without Cummins and Hazlewood, Australia stormed to a 1-0 lead in Perth
Even without Cummins and Hazlewood, Australia stormed to a 1-0 lead in Perth

 

ব্রিসবেন, ২৮ নভেম্বর : ব্রিসবেন দ্বিতীয় টেস্টের জন্য শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোটের কারণে পার্থ টেস্ট খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জোস হ্যাজেলউড। তারা ব্রিসবেনের দ্বিতীয় টেস্টেও স্কোয়াডে জায়গা পাননি। ফলে অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ। ফলে পার্থ টেস্টের স্কোয়াডে কোনও পরিবর্তন আনেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

উসমান খাজা, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেট, বো ওয়েবস্টার, মাইকেল নেসার, জশ ইংলিস।

You might also like!