Game

6 months ago

Bundesliga: বুন্দেসলিগা: মরসুম সেরা হলেন লেভারকুসেনের উইর্টজ

Bundesliga: Leverkusen's Wirtz is man of the season
Bundesliga: Leverkusen's Wirtz is man of the season

 

জার্মানি, ২১ মে:লেভারকুসেনের জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ বুন্দেসলিগার ২০২৩-২৪ মরসুমের সেরা খেলোয়াড় হয়েছেন। এবার লেভারকুসেনকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই জার্মান তরুণ।

ফ্লোরিয়ান উইর্টজ বুন্দেসলিগায় ১১ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছেন। এছাড়াও এবারের মরসুমে তিনবার মাসসেরা পুরষ্কারও পেয়েছেন তিনি। তিনি আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানির মূল দলে জায়গা পেয়েছেন।

You might also like!