Game

1 day ago

IPL 2025: ১১ বলের ওভার, সন্দীপের অনাকাঙ্খিত রেকর্ড

Sandeep Sharma
Sandeep Sharma

 

নয়াদিল্লি, ১৭ এপ্রিল : দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার রাতে আইপিএলে দীর্ঘতম ওভারের রেকর্ড স্পর্শ করেছেন সন্দীপ। রাজস্থান রয়্যালসের হয়ে দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শেষ ওভারে তিনি বল করেছেন ১১টি। সন্দীপ শর্মা নিজের চতুর্থ ওভারে হারিয়ে ফেলেন ছন্দ। এলোমেলো বোলিং করে এই পেসার নাম লেখালেন রেকর্ড বইয়ে, স্বাভাবিকভাবে রেকর্ডটি অনাকাঙ্খিত। এই রেকর্ডে সন্দীপের সঙ্গী আরও তিন জন। ২০২৩ আসরে মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে মহম্মদ সিরাজ, একই বছরে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তুষার দেশপান্ডে ও চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শার্দুল ঠাকুর। তারা প্রত্যেকেই এক ওভার শেষ করতে বল করেন ১১টি।


You might also like!