Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Game

2 years ago

"Sports Day" celebrated East Bengal Club : "স্পোর্টস ডে" পালন করল ইস্টবেঙ্গল

"Sports Day" celebrated East Bengal Club
"Sports Day" celebrated East Bengal Club

 

কলকাতা, ১৩ আগস্ট : ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৩ তম জন্মদিবস স্মরণে শনিবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে পালিত হল "স্পোর্টস ডে"। এই উপলক্ষে লাল-হলুদ ক্লাব তাবুতে আয়োজিত হল রক্তদান শিবিরের । এছাড়া আজ চলে স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির। "স্পোর্টস ডে" উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং অভিনেতাদের মিলিত টিম একটি প্রদর্শনী ম্যাচও খেলেছে। "স্পোর্টস ডে" পালনে শনিবার সকাল ১০ টায় দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা এবং কার্যকরী কমিটির সকল সদস্যগণ। এরপর ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্যগণ। পাশাপাশি লাল-হলুদ ক্লাব তাবুতে চলে রক্তদান শিবিরও। সেখানে ১৫০ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন। এই বিপুল সংখ্যক রক্তদাতার জন্য দুটি বড় ভ্যান এবং ক্লাবের একটি পৃথক ঘরের ও বন্দোবস্তও করা হয়েছিল। রক্তদান শিবির ছাড়াও আজ ক্লাবের দুটি ঘরে হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির। ডাঃ শ্বাম্ব সমাদ্দারের নেতৃত্বে প্রখ্যাত চিকিৎসক মন্ডলীর দ্বারা পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় ১৪০ জনেরও বেশি মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। ২০২২ সালের রাজ্য অ্যাথলেটিক্স মিটের অল রাউন্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের সকল ক্রীড়াবিদ এবং তাদের প্রশিক্ষকদের ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে তাদের সকলের মধ্যাহ্নভোজনেরও ব্যবস্থা করা হয়েছিল। "স্পোর্টস ডে" উপলক্ষে বিকেলে ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং অভিনেতাদের মিলিত টিম একটি প্রদর্শনী ম্যাচও খেলেছে। আশি, নব্বইয়ের দশকের প্রাক্তনদের খেলা দেখতে সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

You might also like!