Festival and celebrations

3 months ago

Vishwakarma Puja : প্রতি বছর কেন একই দিনে পালিত হয় বিশ্বকর্মা পুজো? কারন জানলে চমকে উঠবেন!

Vishwakarma Thakur
Vishwakarma Thakur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর কাউন্ডডাউন শুরু। আর দুর্গা পুজোর আগেই দেব শিল্পীর পুজো করা হয়ে থাকে। চলতি বছরের আগামী মাসেই পূজিত হবেন দেবতা বিশ্বকর্মা। ক্যালেন্ডারের দিকে চোখ রাখলেই বোঝা যায় প্রতি বছরই সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ অর্থাৎ বাংলা মাসের ৩১ ভাদ্র পালিত হয় বিশ্বকর্মা পুজো। 

২০২৪ সালের বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যা হয়, ৩১ ভাদ্র। দিনটি মঙ্গলবার। তবে প্রতি বছর একই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হওয়ার নেপথ্যে রয়েছে এক কারণ!মূলত  বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ থেকে কন্যা রাশিতে গমন করে, তখন উত্তরায়ণের সময় আসে। বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। এই দিনটি সৌর বর্ষপঞ্জি এবং ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকায় ৫ মাসের উল্লেখ মেলে, যার দিন সংখ্যা ১৫৬ দিন। তাই বিশ্বকর্মা পুজোর ইংরাজি ক্যালেন্ডারে ১৭ সেপ্টেম্বর পড়ে। তবে ৫ মাসের মধ্যে যদি কোনও মাস ২৯ বা ৩২ দিন থাকে, সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়। যেমনটা হয়েছিল এর আগের বছর। 

You might also like!