দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ।
দুর্গাপুজো শেষ হতেই শুরু কালীপুজোর তোড়জোড়। আর সেই কালীপুজোর পরেই বাঙালি বাড়ির ঘরে
ঘরে ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন বোনেরা, যা হিন্দু ধর্মীদের কাছে ভাইফোঁটা নামে
পরিচিত।
এদিন ভাইয়ের সামনে মিষ্টির থালা সাজিয়ে প্রদীপ জ্বেলে বোনেরা
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি
দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার
ভাই হোক অমর।’ -এই মন্ত্র উচ্চারন করে থাকেন।
এবছর ৩ নভেম্বর, রবিবার পড়ছে ভাইফোঁটার তিথি। তবে সরকারি
ছুটির তালিকায় সোমবার ৪ নভেম্বর রয়েছে। তবে ভাইফোঁটার তিথি ৩ নভেম্বর শুরু হচ্ছে। পঞ্জিকা
মতে, ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার
শুভ মুহূর্ত রয়েছে যাঁরা 'ভাই দুজ' পালন করবেন তাঁদের জন্য।