রুদ্রপ্রয়াগ, ২৪ এপ্রিল : প্রবল তুষারপাতের মধ্যেই কেদারনাথ পৌঁছল ভগবান কেদারনাথের উৎসব ডোলি। সোমবার ধর্মীয় রীতিনীতি মেনেই কেদারনাথ ধামে নিয়ে যাওয়া হয় ভগবান কেদারনাথের উৎসব ডোলি। আকাশ থেকে হেলিকপ্টারে করা হয় পুষ্পবর্ষণ। প্রসঙ্গত, মঙ্গলবারই পুণ্যার্থীদের খুলে যাচ্ছে কেদারনাথ মন্দির।
এদিকে, কেদারনাথ ও বদ্রীনাথ এলাকায় আগামী ৭ দিন ভারী তুষারপাত ও বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পর্যটকরা চারধাম যাত্রার জন্য নিজেদের যাত্রা শুরু করার আগে পাউরি চুঙ্গিতে পুলিশ দল এবং স্থানীয় প্রশাসনের দ্বারা আবহাওয়ার সতর্কতা সম্পর্কে ক্রমাগত অবহিত করা হচ্ছে। সোমবারই ভারী তুষারপাত হয়েছে কেদারনাথ ধামে।