Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: পুজোর সাজে সেজে উঠল ট্রাম! কোথায় জানা আছে কি?

Kolkata Tram decorated for puja (File Picture)
Kolkata Tram decorated for puja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামিকাল মহালয়া, অর্থাৎ দেবীপক্ষের সূচনা। আর উৎসবের আমেজে আলোয় আলোয় সেজে উঠছে তিলোত্তমা। আর কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম? সেই বা বাদ যায় কেন? তাই এবার পুজোর রঙে সেজে উঠল এক পুরনো ট্রাম। 

শহরের ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর, দুর্গাপুজোয় ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবহন দফতর । এই ট্রামে চেপেই এবার পুজো পরিক্রমা করতে পারবেন শহরবাসী।

তবে পুজোর জন্য এই বিশেষ ট্রামকে সাজিয়ে তুললো কারা? জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন (WBTC) ও এশিয়ান পেইন্টসের যৌথ উদ্যোগে সেজে উঠেছে এই ট্রাম। ট্রামের বাইরের শিল্পকলায় একটুকরো কলকাতা, দুর্গাপুজোর আমেজ ধরা পড়েছে । রয়েছে ভিক্টোরিয়া, কাশফুল, মেয়েদের সিঁদুর খেলা, ধুনুচি নাচ, আর কুমোরটুলির ছবি । ট্রামের অন্দরসজ্জাও চোখ ধাঁধানো অথচ স্নিগ্ধ। টালিগঞ্জ টু বালিগঞ্জ রুটেই দেখা মিলবে এই ট্রামের। 

You might also like!