দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর চারটি শুভ যোগে ৮ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। এই তিথিতে শিব-পার্বতীর পুজো করা হয়। মহাশিবরাত্রির পুজোর চার প্রহরের সময় ও এই তিথির মাহাত্ম্য জেনে নেওয়া যাক।
মহাশিবরাত্রির তারিখ
তিথি | শুভক্ষণ |
ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি শুরু | ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিটে |
ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত | ৯ মার্চ সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে |
শাস্ত্র মতে প্রদোষ কালে শিবের পুজো করা উচিত। এ কারণে ৮ মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। | |
মহাশিবরাত্রি নিশীথ পুজোর শুভক্ষণ | মাঝরাত ১২টা ০৭ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট |
মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়
প্রহর | শুভক্ষণ |
প্রথম প্রহর | সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৯টা ২৮ মিনিট পর্যন্ত |
দ্বিতীয় প্রহর | ৯টা ২৮ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত |
তৃতীয় প্রহর | ১২টা ৩১ মিনিট থেকে ভোররাত ৩টে ৩৪ মিনিট পর্যন্ত |
চতুর্থ প্রহর | ভোররাত ৩টে ৩৪ মিনিট থেকে সকাল ৬টা ৩৭ মিনিট পর্যন্ত |
মহাশিবরাত্রির শুভ সংযোগ
এ বছরের মহাশিবরাত্রিতে চারটি শুভ সংযোগ থাকবে। যার ফলে এই তিথির মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।
শুভ যোগ | সময় |
সর্বার্থ সিদ্ধি যোগ | সকাল ৬টা ৩৮ মিনট থেকে সকাল ১০টা ৪১ মিনিট পর্যন্ত |
শিব যোগ | সূর্যোদয় থেকে ৯ মার্চ ১২টা ৪৬ মিনিট পর্যন্ত |
সিদ্ধ যোগ | ৮ মার্চ মাঝরাত ১২টা ৪৬ মিনিট থেকে ৯ মার্চ রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত |
শ্রবণ নক্ষত্র | সকাল ১০টা ৪১ মিনিট পর্যন্ত, তার পর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে |