Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : সেলেব দিয়ে পুজো উদ্বোধন করাবেন ভাবছেন! ‘দীপা’ ‘জগদ্ধাত্রী’'মিমি' 'শুভশ্রী'-দের ফিস কতো জানা আছে?

MIMI Chakraborty- Subhashree Ganguly (File picture)
MIMI Chakraborty- Subhashree Ganguly (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর ঢাকে কাঠি পড়েই গিয়েছে, বৃহস্পতিবার থেকে উদ্বোধন ও শুরু হয়ে যাবে জেলার পুজো গুলির। পুজোর প্রতিমা, থিম থেকে বাজেট সব নিয়ে পুজো গুলিতে জোর টক্কর তো চলছেই, তবে এর পাশাপাশি আরো একটা জিনিসে জোর টক্কর চলছে, সেটা হল কার প্যান্ডেলের উদ্বোধন কোন সেলেব্রেটি করবে। উল্লেখ্য, প্রতি বছর শহর থেকে গ্রামের নাম জাদা পুজো গুলি জাকজমকপূর্ণ ভাবে উদ্বোধন করে থাকে, জাকজমকপূর্ণ ভাবে উদযাপন করার পরিকল্পনা করলেই হয় না এর জন্য একটি সেলিব্রিটি ফেস প্রয়োজন হয়। প্রসঙ্গত, সেলেব্রেটিদের  চার্জ প্রত্যেক বছর এক এক রকম, প্রতি বছরই তা বদলে যায়, রইল এই বছরের তালিকা।  

অঙ্কিতা মল্লিক : সবার পছন্দের জগদ্ধাত্রী। জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে, এবছরে তাঁর পারিশ্রমিক ৫০ হাজার। 

শুভশ্রী গাঙ্গুলী : ইন্দুবালা ভাতের হোটেল ছবিতে অভিনয় করে শুভশ্রী গাঙ্গুলী যেন প্রত্যেকটা বাঙালীর হৃদয়ের প্রকোষ্ঠে বিচরণ করছে। তাই সকলেই চাইবে শুভশ্রীকে নিজের প্যান্ডেলের উদ্বোধনে আনতে, এবছর তাঁর পারিশ্রমিক ২ লক্ষ টাকা। 

মিমি চক্রবর্তী : টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিনীত ‘রক্তবীজ’ ছবি এই বছর পূজোতে মুক্তি পাচ্ছে। বক্স অফিসে কেমন সফলতা পাবে তা নিয়ে বেশ চিন্তিত অভিনেত্রী। এবছরে তাঁর পারিশ্রমিক ২ লক্ষ ৫০ হাজার টাকা। 

দেব : টলিউড সুপারস্টার এখন ব্যস্ত ‘প্রধান ‘ সিনেমার শ্যুটিংয়ে। তার মাঝে সময় বের করে ফিতা কাটতে প্যান্ডেলে উপস্থিত হবেন। তাঁর পারিশ্রমিক ৩ লক্ষ টাকা। 

প্রসেনজিৎ  চট্টোপাধ্যায়  : টলিপাড়ার ইন্ডাস্ট্রি নামে যিনি পরিচিত তিনি হলেন প্রসেনজিৎ। এবছরে অভিনেতার ফিতা কাটার পারিশ্রমিক ৩ লক্ষ টাকা। 

কোয়েল মল্লিক : টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। এই জনপ্রিয় অভিনেত্রীর ফিতা কাটার পারিশ্রমিক শুনলে অবাক হবেন। পারিশ্রমিক – ৫ লক্ষ টাকা

স্বস্তিকা ঘোষ : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার দীপা চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন স্বস্তিকা ঘোষ। এবছরে তাঁর পারিশ্রমিক ৫০ হাজার টাকা।  

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এদের পারিশ্রমিক ২ লক্ষ টাকা

 সায়ন্তিকা, যশ দাশগুপ্তর পারিশ্রমিক ১ লক্ষ ৫০ হাজার টাকা। 

দিতিপ্রিয়া রায়ের পারিশ্রমিক ১ লক্ষ টাকা। 

শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৃজলা গুহর পারিশ্রমিক ৪০ হাজার টাকা। 

You might also like!