দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালিদের হ্যালোউইন মানে ভূত চতুর্দশী (Bhut Chaturdashi)। যা পালিত হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। গোটা ভারতের নানা প্রান্তের হিন্দুরা চোদ্দ রকমের শাক খেয়ে, ১৪টি প্রদীপ জ্বেলে এই বিশেষ দিনটি পালন করেন। কিন্তু কেন পালিত হয় ভূত চতুর্দশী জানেন?
হিন্দু পুরানে কথিত রয়েছে, এই বিশেষ তিথির সন্ধে বেলায় অশরীরী বের হয়ে আসেন। কারণ এই তিথিতে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়। ফলে এই সময় পিতৃ এবং মাতৃ কুলের ১৪ জন অশরীরী নেমে আসেন। তাঁদের হাত থেকে নিস্তার পেতেই দুপুরে ১৪ রকমের শাক খাওয়া এবং সন্ধ্যার পর গৃহস্থের বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে।
অন্যদিকে, আবার এই প্রদীপকে আবার 'যম প্রদীপ'ও বলা হয়। যে প্রদীপের আলোয় যমরাজ প্রসন্ন হয়ে মর্তে নেমে আসা আত্মাকে মুক্ত করেন। যদিও, বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে, এই সময় শ্যামাপোকার উপদ্রব হয়, তা থেকে মুক্তি পেতেই জ্বালানো হয় ১৪ প্রদীপ।