কলকাতা, ২ অক্টোবর, : পঞ্জিকা অনুসারে আগামী বছর অর্থাৎ ১৪৩৩ বঙ্গাব্দে (২০২৬ সাল) মহালয়া তিথি পড়েছে ১০ অক্টোবর, শনিবার ৷ সেদিনই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা৷ আবার সেদিনই নবরাত্রি উৎসবের সূচনা হচ্ছে।
*ষষ্ঠী পড়েছে ১৭ অক্টোবর, ২০২৬ শনিবার, দুর্গাপুজোর প্রথম দিন) বসবে দেবীর বোধন *১৮ অক্টোবর, (রবিবার) নবপত্রিকা স্নান ও দেবীর প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে মহাসপ্তমীর পুজো শুরু ৷
*১৯ অক্টোবর, (সোমবার) মহাষ্টমী পুজো পড়েছে ৷ দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এদিনই। সকালবেলায় অষ্টমীর অঞ্জলি দিতে লাখো লাখো মানুষ ভিড় করবেন মণ্ডপে।
*২০ অক্টোবর, (মঙ্গলবার) মহানবমী তিথি ৷
*২১ অক্টোবর, (বুধবার) বিজয়া দশমী। সেদিন পালিত হবে দশেরা পার্বণও ৷ দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিনের উৎসব। সিঁদুর খেলা, প্রণাম ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে বিজয়ার আবহ।