Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : থিমে সেজেছে সুইডেনের হেলসিংবর্গে বাঙালিদের পুজো

Durga Puja in Helsingborg, Sweden
Durga Puja in Helsingborg, Sweden

 

কলকাতা : বেঙ্গলি কালচারাল সোসাইটি, সুইডেনের হেলসিংবর্গের দুর্গাপুজো এই বছর সপ্তম বছরে পা দিল। গত বছর থেকেই এই পুজোর থিম পুজোর সূচনা সুইডেনে। সেই সময়ের ভাবনা ছিল – ‘আত্মজা’।

রাজধানী স্টকহোমের অদূরে শহরটির জনসংখ্যা ১ লক্ষ ১৪ হাজারেরও কম। সুইডেনের অন্যতম প্রাচীন, অথচ ছবির মত সুন্দর শহর। পুজোর প্রধান উদ্যোক্তা যুধাজিৎ দাশগুপ্ত বলেন, “স্ক্যান্ডেনেভিয়াতে আমরাই প্রথম পূজা যেখানে তিন নারী পুরোহিত সোমা,মহুয়া ও মধুমিতা নিজেদের হাতে তুলে নিয়েছিলেন এই গুরু দায়িত্ব। ”

এই বছরে বেঙ্গলি কালচারাল সোসাইটির থিম ‘সাতকাহন ‘। পূর্ব ভারত আর উত্তর পূর্ব ভারতের ৭ টি রাজ্য, বাংলা, বিহার, ওড়িশা, অসম, মণপুর, সিকিম আর নাগাল্যান্ডের রঙিন বৈচিত্র্যময় সামগ্রীতে সেজে উঠছে মন্ডপ।

এর মধ্যে থাকছে পশ্চিমবঙ্গের হাতপাখা, ছৌ মুখোশ, ওড়িশার পিপলি শিল্প , বিহারের মধুবনি শিল্প , অসমের টুপি আর গামছা , সিকিমের ঘণ্টা, নাগাল্যান্ডের বাঁশের ঝুড়ি , মণিপুরের পাট আর বাঁশের শিল্প।

পুজো তিথি মনে শুরু হয়েছে মহাসপ্তমীতে ২১ অক্টোবর, ৩ দিনের আনন্দ উৎসব সমাপন হবে ২৩শে অক্টোবর বিজয়া দশমীতে। দেবী পূজিতা হবেন নারী পুরোহিতের হাতেই। যজ্ঞের আয়োজন করা হবে সকলের মঙ্গল কামনা করে।

পুজোর ভাইস প্রেসিডেন্ট কথিকা পাল মনে করেন, “এবারের পূজাতে আমাদের বড় আকর্ষণ ফিউশন লোকগীতির অনুষ্ঠান।” সাংস্কৃতিক সম্পাদক মহুয়া দেব চেষ্টা করছেন নাচ ,গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে সাত রাজ্যের সাত কাহিনি তুলে ধরতে।

You might also like!