Festival and celebrations

4 hours ago

Durga Puja 2024: সুখের উল্লাসে মাতছে প্যান্ডেল, থাকছে আনন্দের মেলা! জানেন কোন মণ্ডপে?

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  উত্তর কলকাতার একটা অন্যতম পুজো কাঁকুড়গাছি সি আই টি বিল্ডিংয়ের পুজো। এ বছর তাদের পুজোর ৬৩ তম বর্ষ। পুজো কমিটির সম্পাদক শৌভিক দাস বলেন, তাদের ৬৩ তম বর্ষের থিম - 'সৃষ্টিসুখ'। তিনি বিশ্বাস করেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও মানুষের ঢল নামবে তাদের পুজো মন্ডপে। তিনি আরও বলেন, আন্দোলন যেমন চলবে তেমনই চলে উৎসব। এই দুটোকে নিয়েই তো আমাদের চলতে হবে। তিনি বলেন, তাদের থিম সৃজনে আছেন সংবর্ধ জানা, প্রতিমা শিল্পী মিন্টু পাল। 

সংবর্ধ জানা বলেন, যেকোনো সৃষ্টির প্রথমে থাকে খুবই যন্ত্রনা। সেই যন্ত্রণার পথ অতিক্রম করেই  শেষে পাওয়া যায় সুখ। এই বিষয়ে তিনি বলেন, কুমাটুলি বা যেকোনো মৃৎশিল্পী অক্লান্ত পরিশ্রম করে একটা অনুপম মাতৃমূর্তি তৈরী করে। সেই জার্নিটাই আমরা বোঝাতে চেয়েছি। প্রথমে কাঠামো তৈরী, পরে আস্তে আস্তে মাটির প্রলেপ যুক্ত হয় আর শেষে রং ও একদম শেষে চক্ষুদান। এই সবটা মিলিয়ে একটা বিরাট পথ অতিক্রম করতে হয়। সেই পথের নামই সৃষ্টিসুখ।

You might also like!