Festival and celebrations

1 year ago

Durga Puja 2023:বন্দী আবাসিকদের হাতেই তৈরি হয়েছে দুর্গা প্রতিমা

Mother Durga is incarcerated in the Baharampur Central Correctional Facility
Mother Durga is incarcerated in the Baharampur Central Correctional Facility

 

মুর্শিদাবাদ, ১৯ অক্টোবর : বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি থাকলেও মা দুর্গার আগমনী উৎসবের আনন্দ থেকে বঞ্চিত নয় ওঁরা। তাই সংশোধনাগারের আবাসিকদের হাতেই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা।

প্রতি বছরের মত এই বছর ৭৭তম বর্ষেও মা দুর্গার আগমনের প্রস্তুতি তুঙ্গে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে প্রতি বছর শারদোৎসবে মেতে ওঠে সংশোধনাগারের আবাসিকরা। এই বছরের থিম বিশ্ব সবুজায়ন।

জানা গিয়েছে, এবছর ৭৭ তম বর্ষে পদার্পণ করল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রেশন ক্লাব। এবারে তাদের ভাবনা সবুজায়ন, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। মূলত এই চিন্তা ধারাকে মাথায় রেখেই এবারে এই থিম। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৩ জন আবাসিকদের হাত দিয়ে তৈরি হয়েছে মন্ডপ সজ্জা থেকে প্রতিমা সবকিছুই।

প্রতিমা শিল্পী তাপস দাস তৈরি করছেন মা দুর্গার প্রতিমা। সহযোগিতায় রয়েছেন রাজেশ দাস ও হাবল সেখ। আর বিশ্ব সবুজায়নের কথা মাথায় রেখে দুর্গা মায়ের প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক।

দুর্গাপুজোর মণ্ডপ সজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা-সহ সমস্ত কাজ করে থাকেন আবাসিকরাই। পুজোর ক’টা দিন আনন্দ উৎসবে মেতে ওঠেন সংশোধনাগারের আবাসিকরা।


You might also like!