মুর্শিদাবাদ: লালগোলার চৈতন্যময়ী রাজেশ্বরী মা কালী মন্দির। ১৮১৩ সালে রাজা রাও রামশঙ্কর রায় উত্তরপ্রদেশ এর গাজীপুর জেলার পালিগ্রাম থেকে লালগোলায় আসেন। রাজবাড়ীর পাশে কলকলি নদী থেকে কাঠামো পান। এবং সেই কাঠামোতে মূর্তি গড়ে পুজো শুরু করেন।
১৮৭৪ সালে মুর্শিদাবাদের তৎকালীন ম্যাজিস্ট্রেট বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায় মহারাজা রাও যোগিন্দ্র নারায়ণ রায়ের আমন্ত্রণে রাজবাড়িতে যান। সেখানে তিনি মাস তিনেক ছিলেন এবং সেখানেই তিনি বন্দেমাতরম লেখেন ও আনন্দমঠের সূচনা করেন। প্রাচীনকাল থেকে একই প্রথা মেনে আজও পুজো হয়ে আসছে এই মন্দিরে। শুধু মাত্র বলি প্রথা বন্ধ হয়েছে। এখানে মূর্তির কোনও পরিবর্তন হয় না। প্রথম দিন থেকে আজও একই মূর্তিতে পুজো হয়ে আসছে মা কালীর।