Festival and celebrations

1 month ago

Durga Puja 2024: শতবর্ষ প্রাচীন জমিদার বাড়ির পুজো এখন সার্বজনীন রূপে পালিত

Durga Puja 2024
Durga Puja 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  প্রায় ১৩১ বছর আগে মিশ্র জমিদার বাড়িতে শুরু হওয়া ঐতিহ্যবাহী দুর্গাপুজো আজও চলছে সার্বজনীন রূপে। জমিদার হরিমহন মিশ্রের হাতে শুরু হওয়া এই পুজো একসময় ছিল জমিদারি গৌরবের অংশ, কিন্তু আজ তা স্থানীয়দের সহযোগিতায় রীতিমতো সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। জমিদারির সেই বিশালত্ব আর নেই, নেই জমিদারও, তবে মানুষের ঐক্যবদ্ধ উদ্যোগে এখনও চলমান এই প্রাচীন পুজো।

ফুলহার নদীর ধারে নির্মিত জমিদার মিশ্রের বিশাল দুর্গা মন্দির ১৯৬৪ সালে নদীগর্ভে বিলীন হলেও, জমিদারকে ভুলে যাননি এলাকার মানুষ। সেই মন্দিরের ধ্বংসের পর পুজো স্থানান্তরিত হয় ভালুকা বাজারে। সেখানেই আজ স্থানীয়দের নেতৃত্বে পূজা পরিচালিত হচ্ছে, যেখানে চাঁদা তুলে পুজোর আয়োজন করছেন সাধারণ মানুষ।

এই বছরের পুজোর থিম ‘পরিবেশ রক্ষা’, এবং নিয়ম মেনে হবে বস্ত্র দান ও নরনারায়ণ সেবা। যদিও বাজেটের সীমাবদ্ধতার কারণে জমিদার আমলের মতো যাত্রাপালা বন্ধ হয়ে গেছে, তবু পুজোর উৎসবের আমেজ ভালুকা জুড়ে বজায় আছে।

You might also like!