দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শরতের আকাশ, কাশফুলের মেলা জানান দিচ্ছে দুর্গাপুজো আসতে বেশিদিন বাকি নেই। মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। এদিন থেকে আবার রাজ্যের একাধিক পুজোর (Durga Puja) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আজ শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি।
নবান্ন সূত্রে খবর চেতলা অগ্রণী থেকে জেলায় জেলায় প্রায় ৩৫০ টির ও বেশি পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ছয়টি পুজোর উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার বাবু বাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্ক ও চেতলা অগ্রণী। এছাড়াও সেলিমপুর পল্লীর ও পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৩রা অক্টোবর মোট ১৫টি পুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে উত্তর কলকাতার “টালা প্রত্যয়” দিয়ে ৩ তারিখের পুজো উদ্বোধনের কর্মসূচি শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। ৩ তারিখের কর্মসূচিতে দক্ষিণ কলকাতার ও বেহালার একাধিক পুজো কমিটি থাকছে। যার মধ্যে বেহালা নতুন দল, বেহালার বরিষা-এর পাশাপাশি আলিপুর সার্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘের মতো পুজোগুলিও রয়েছে তালিকায়। নবান্ন সূত্রে খবর ৪ঠা অক্টোবর ও মোট ১২ টি পূজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভবানীপুর শীতলা মন্দির, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন ক্লাব, মুদিয়ালি, বাদামতলা আষার সংঘ, ত্রিধারার মতো ক্লাবগুলি।
৫ই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১৬ টি পূজোর উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে ৬৪ পল্লী, ২২ পল্লী, বকুলবাগান-সহ ভবানীপুর ও পদ্মপুকুর এলাকার একাধিক ক্লাব। ৬ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের কর্মসূচি শেষ করবেন। মূলত আলিপুর বডিগার্ড লাইনস ও সুরুচি সংঘের পুজো উদ্বোধন আগামী ৬ই অক্টোবর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট ৫৩ টি দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা গত কয়েকবারের তুলনায় সংখ্যা বাড়ল বলেই মত প্রশাসনিক মহলের। প্রসঙ্গত গতবছর পা-এ চোট থাকার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যেই এবারের পুজো উদ্বোধন এর প্রস্তুতি ও শুরু হয়েছে বলেই জানা গেছে।