দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো ক্রমশ এগিয়ে আসছে। এরই মধ্যে সোদপুরের শহিদ কলোনি তাঁদের ১০০ ফুটের দুর্গা মায়ের মূর্তি উন্মোচন করেছে। বড় দুর্গার কথা বললেই মনে পড়ে দেশপ্রিয় পার্ক। সালটা ২০১৫। শহর ছেয়ে যায় এত বড় সত্যি! বিজ্ঞাপনে। ৮৮ ফুটের দুর্গা বানিয়ে চমকে দেয় পুজো কমিটি। তবে বিসর্জন হয় বোধনের দিনই। দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পুজো মণ্ডপ। এবার শহরের উপকন্ঠে তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা! রানাঘাটের কামালপুরেও ১১২ ফুটের প্রতিমা তৈরি হচ্ছে। তবে অনুমতি না পাওয়ায় পুজো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে সোদপুরে কী দুর্গা প্রতিমা নাকি পুজো মণ্ডপ ১১০ ফুট?
পানিহাটির ধানকল বাসস্ট্যান্ড সংলগ্ন এই পুজো এ বছর ৭৫ তম বর্ষে পড়ল। পুজো কমিটির উদ্যোক্তারা গতবছরই ঠিক করে ছিলেন হীরক জয়ন্তীতে পুজোয় অভিনবত্ব আনবেন। সেই ভাবনা থেকেই আলোচনায় উঠে আসে বিশাল দুর্গার ভাবনা। মূলত ফাইবার দিয়েই তৈরি হচ্ছে ১১০ফুট উচ্চতা ও ১২০ফুট চওড়া মাতৃপ্রতিমার আদলে তৈরি মণ্ডপ। পানশিলার বাসিন্দা শিল্পী চিরঞ্জিত দাসের নেতৃত্বে সাজছে মণ্ডপ। ভিতরেও যে মাতৃ প্রতিমা দেখা যাবে তাতেও থাকছে চমক। আগে কখনও মানুষ এত বড় নিখুঁত পরিপাটি দুর্গা দেখেনি দাবি করেছেন পুজোর অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস।