দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মহালয়া মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মা দুর্গার আবির্ভাবের কাহিনী শোনা। সারাবছর রেডিওতে কান না রাখলেও মহালয়ার দিন রেডিওতে মহালয়া শোনেন আপামর বঙ্গবাসী। কিন্তু প্রায় ৩০ বছর আগে সেই ইমেজে প্রভাব ফেলেছিল টেলিভিশনের মহিষাসুর মর্দিনী। ১৯৯৪ সালে শুরু হওয়া মহালয়ায় দুর্গার ভূমিকায় ছিলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সময়ে টেলিভিশনে তিনিই প্রথম মা দুর্গার কাহিনীর তুলে ধরতেন।
তবে বর্তমান সময়ে একাধিক চ্যানেলে একাধিক অভিনেত্রীদের মা দুর্গার ভূমিকায় দেখা গেলেও অনেকেই দূরদর্শনে সম্প্রচারিত হওয়া মা দুর্গার ভূমিকায় সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় মনের মনি কোঠায় এঁকে রয়েছে।
কলেজে প্রথমবর্ষে পড়ার সময় দূরদর্শনে মহালয়ায় মা দুর্গার ভূমিকায় ছিলেন। হবিষ্যি খেয়ে শুটিং করতেন তিনি। মহালয়ার অভিনয় তাঁর কাছে ছিল এক সাধনা। প্রায় ৫০ এর গোঁড়ায় দাঁড়িয়ে তিনি এখনও অসাধারণ সুন্দরী। বর্তমানে টরেন্টোয় এক নাচের অ্যাকাডেমি চালান তিনি।