দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ঘাটালের মনসুকা বন্যা কবলিত এলাকায় প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ত্রাণ বিতরণ করেন। তিনি কয়েকশো সাধারণ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদ দেবকে তীব্র কটাক্ষ করেন।
ভারতী ঘোষ জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতির বিষয়ে তিনি এর আগেও প্রধানমন্ত্রীকে অবগত করেছেন এবং আবারও চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তোলার পরিকল্পনা করছেন।