kolkata

2 days ago

Kolkata Police:পুজোর আগে কলকাতা পুলিশের তরফে একগুচ্ছ আপৎকালীন নম্বর

Kolkata Police
Kolkata Police

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজোর মরসুম চলছে। অতীতে বহু জায়গায় চাঁদা নিয়ে জোরজুলুমের অভিযোগ উঠেছে। সেদিকে খেয়াল রেখে তোলাবাজি বা চাঁদা সংক্রান্ত অভিযোগের জন্য ৯৪৩২৬১১০০০ নম্বর চালু করা হয়েছে। মঙ্গলবার এই সঙ্গে আরও কিছু আপৎকালীন যোগাযোগের নম্বর জানানো হয়েছে।

বিপদে পড়লে সাহায্যের জন্য কলকাতা পুলিশের ১০০ ডায়াল নম্বর ছিলই। এবার নাগরিক সুরক্ষায় আরও একগুচ্ছ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। এ ব্যাপারে কলকাতা পুলিশ পুলিশের তরফে একটি বিবৃতিতে সমস্ত থানাকে বলা হয়েছে, নাগরিক সুরক্ষায় সংশ্লিষ্ট নম্বরগুলি আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এজন্য থানায় থানায় সচেতনতা শিবির করার কথাও বলা হয়েছে।

চাঁদার জুলুমের ক্ষেত্রে আরও একটি নম্বর (৮০১৭১০০১০০) দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। ২৪ ঘণ্টায় এই নম্বরগুলিতে ফোন করে সাহায্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। শুধু নিরাপত্তা সংক্রান্ত নয়, হাসপাতাল সংক্রান্ত কোনও অভিযোগ, ট্রাফিক সমস্যা থেকে সিনিয়র সিটিজেনদের জন্য পৃথক পৃথক ফোন নম্বরও চালু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

স্বাস্থ্য সংক্রান্ত কোনও সাহায্যের জন্য ফোন করতে হবে ১৮০০ ৩৪৫ ৫৬৭৮ নম্বরে। সিনিয়র সিটিজেনদের জন্য চালু করা হয়েছে ৯৮৩০০৮৮৮৮৪ নম্বর। মহিলাদের সুরক্ষায় ১০৯১ নম্বর, অপরাধ দমনে ১০৯০, ট্রাফিক সমস্যা সম্পর্কিত বিষয়ে সাহায্যের জন্য ১০৭৩ ফোন নম্বরে ফোন করা যাবে।

You might also like!