দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ভালো পারফরম্যান্স করে সুফল পেলেন ঋষভ পন্থ। দুবছর বাদে লাল বলের ক্রিকেটে ফিরেই আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন ঋষভ পন্থ। পন্থ আছেন ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭৩১। ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন তিনজন ভারতীয়। ভারতীয়দের মধ্যে সবার উপরে আছেন যশস্বী জয়সওয়াল। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭৫১।
আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় দশম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে পঞ্চম স্থান থেকে পাঁচ ধাপ নেমে দশম স্থানে তিনি। বিরাট কোহলিও এতদিন প্রথম দশে ছিলেন। কিন্তু টানা খারাপ ফর্মের জেরে তিনি প্রথম ১০ থেকে ছিটকে দ্বাদশ স্থানে চলে এলেন। রোহিত ও বিরাট বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থতার জন্যই র্যাংকিং এ অবনমন ঘটেছে।
আইসিসির বোলিং ক্রমতালিকায় দাপট দেখাচ্ছেন ভারতীয়রাই। বোলিং ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে জসপ্রীত বুমরাহ। প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।অলরাউন্ডারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন জাদেজা। অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। অক্ষর প্যাটেল রয়েছেন ষষ্ঠ স্থানে।