দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর কাউন্টডাইন শুরু হয়ে গিয়েছে, মায়ের আগমনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। শহর কলকাতা থেকে শুরু করে জেলার পুজো, সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে।যুগের সাথে তাল মিলিয়ে সাবেকিয়ানার সাথে তাল মিলিয়ে থিমের রঙ লেগেছে ছোট থেকে শুরু করে বিগ বাজেটের পুজোতে।
পুজোয় খাওয়া দাওয়া, নতুন পোশাক পড়ার পাশাপাশি রাত জেগে ঠাকুর দেখাটা কিন্তু মাস্ট। পুজোয় ঠাকুর দেখার প্ল্যান করার আগে জেনে নিন উত্তর থেকে দক্ষিন কোন নামজাদা পুজোয় থাকছে কী থিম।
টালা প্রত্যায় - কহন
কুমোরটুলি পার্ক সার্বজনীন - অ্যামবিশন
আহিরীটোলা সার্বজনীন - অবিনশ্বর
আহিরীটোলা যুবকবৃন্দ - আমার দুর্গা
নলিন সরকার স্ট্রিট সার্বজনীন - সম্ভাবনা
সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব - শুদ্ধসূচি
সন্তোষ মিত্র স্কোয়ার - অযোধ্যার রাম মন্দির
কলেজ স্কোয়ার সার্বজনীন - মহীশূর প্যালেস
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব - প্যারিসের ডিজনিল্যান্ড
চেতলা অগ্রণী - যে যেখানে দাঁড়িয়ে
বাদামতলা আষাঢ় সংঘ - প্রতিরূপ
৬৬ পল্লী - দুর্গার মাটি, মাটির দুর্গা
কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব - ইচ্ছাপূরণ
আলিপুর ৭৮ পল্লী - যান্ত্রিক
তেলেঙ্গাবাগান সার্বজনীন - প্রান্তজনের আত্মকথন
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি - আলাপন
উল্টোডাঙা বিধান সংঘ - দু'মুঠো চাল
উল্টোডাঙা পল্লিশ্রী - অন্তরের অনুভূতিতেই শিল্পের সৃষ্টি
বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব - মুখোমুখি
পাথুরিয়াঘাটা ৫-এর পল্লী - এবার অবগুণ্ঠন খোলো
বেলেঘাটা ৩৩ পল্লী - শৈলাতি
করবাগান সার্বজনীন - আদৃশ্য বাঁধন
কাঁকুড়গাছি যুবকবৃন্দ - সম্প্রদায়
বন্ধুদল স্পোর্টিং ক্লাব - অঙ্গীকার
অগ্রদূত উদয়ন সংঘ - যা দেবী সর্বভূতেষু
ভবানীপুর স্বাধীন সংঘ - স্মরণে স্মরণীয়
চক্রবেড়িয়া সার্বজনীন - অনুভূতি।বন্ধন।ভাঙন
এ বছরের পুজোয় শহর বাসী যাতে নির্বিঘ্নে আনন্দে মেতে উঠতে পারেন সে কারনে রাজ্য সরকার থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা না না উদ্যোগ নিয়েছেন, যা উৎসবের দিন গুলিকে আপনার জীবনে করে তুলবে বিশেষ।