Festival and celebrations

1 year ago

Kojagori Laxmi Puja 2023 : লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি শুরু; ধনদেবীর মূর্তি কেনায় তোড়জোড়, ঊর্ধ্বমুখী ফলের দাম

Kojagori  Laxmi Puja (Symbolic Picture)
Kojagori Laxmi Puja (Symbolic Picture)

 

কলকাতা, ২৭ অক্টোবর: শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই এবার আয়োজন ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষীর। লক্ষ্মীপুজোর আরাধনার জন্য প্রস্তুতি তুঙ্গে। বাংলা ও বাঙালির প্রায় প্রতিটি ঘরে ঘরে আরাধ্য দেবতাকে বরণ করে তুলে নিতে তোড়জোড়। পটুয়া পাড়ায় গিয়ে দেখা গেল লক্ষ্মীদেবীর মূর্তি কেনার জন্য আনাগোনা। গৃহস্থের মঙ্গল কামনায় এই পূজো।

কলকাতা তথা জেলায় জেলায় দেদার বিক্রি হচ্ছে লক্ষী প্রতিমা। লক্ষ্মী প্রতিমার দাম এবার কম হওয়ায় ক্রেতা সাধারণের কাছেও খানিক স্বস্তি। ক্রেতা ও বিক্রেতা উভয়েই জানালেন নিজেদের স্বস্তির কথা। সোনারপুর থেকে কালিঘাট, ক্যানিং থেকে কাকদ্বীপ রাজ্যজুড়ে পুজোর একদিন আগে বিকোচ্ছে লক্ষ্মী প্রতিমা। তবে ঠাকুর কিনতে গিয়ে দাম সস্তা হলেও, ফলের বাজার কিন্ত বেশ চড়া।

দেবী লক্ষ্মীকে খিচুড়ি এবং লাবড়া ভোগ দেওয়ার রীতি রয়েছে। বেগুন, পটল, মুলো, বাঁধাকপি, ফুলকপি, স্কোয়াশ সবের দাম-ই একলাফে চড়ে গিয়েছে লক্ষ্মীপুজোর একদিন আগেই। দামের উর্দ্ধগতিতে শুধু সব্জি নয়, পাল্লা দিচ্ছে ফলও। গুণগতমান যাই হোক না কেন আপেল, তরমুজ, আখের দর আকাশমুখী।

You might also like!