দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর বাকি দিন গুলো যেমনই হোক না কেন, অষ্টমীর দিনটা নিয়ে কিছুটা আলাদাভাবেই সাজগোজের পরিকল্পনা থাকে বাঙালি রমনীদের। অষ্টমীর স্পেশাল মেকআপ গাইডলাইন রইল আপনার জন্য।
প্রথমে মুখে টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এরপর লাগাতে হবে প্রাইমার। মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্যে এবং আরও সুন্দর টেক্সচারের জন্যে মেকআপের এই ধাপটি গুরুত্বপূর্ণ। হাতে পরিমাণ মতো প্রাইমার নিয়ে মুখে ভালো করে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিন। এরপরেই মেকআপ শুরু করুন।
ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি হালকা সাজ পছন্দ করেন, তাহলে ভরসা রাখতে পারেন বিবি বা সিসি ক্রিমের উপর। ফাউন্ডেশন বা বিবি ক্রিম দুটিই ত্বকে বেস তৈরি করার জন্যে উপযুক্ত। মুখে অল্প পরিমাণে ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগিয়ে নিন। তারপর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করুন।
চোখের নিচে ও মুখের অন্যান্য অংশে দাগছোপ থাকলে সেখানে কনসিলার লাগান।
এরপরে আপনার চিক বোনে, নাকের উপর, কপালে ও থুতনিতে পরিমাণ মতো হাইলাইটার লাগিয়ে নিন।
গালে পছন্দের ব্লাশ লাগাতে ভুলবেন না যেন!
ঠোঁটে লাগিয়ে নিন সুন্দর লিপস্টিক। লিপগ্লসও ব্যবহার করতে পারেন।