Festival and celebrations

1 year ago

Diwali Recipe: দীপাবলিতে ১০ মিনিটে বানিয়ে ফেলুন কাজু বরফি!

Kaju Barfi Recipe (File Picture)
Kaju Barfi Recipe (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীপাবলিতে মিষ্টি বানবেন তো বটেই। আর এই উৎসবে একটু কাজু বরফি না বানালে চলে? তাই রইল দীপাবলি স্পেশাল কাজু বরফি রেসিপি। 

কাজু বরফির রেসিপি

উপকরণ

কাজু পাউডারের জন্য প্রয়োজন পড়বে…

কাজু- ২ কাপ (কাজু ফ্রিজে রেখে ভালোমতো ঠান্ডা করে নেবেন)

মিষ্টির জন্য লাগবে…

জল- ১/২ কাপ

চিনি- ৩/৪ কাপ

এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ

কাজু পাউডার- ২ কাপ

গোলাপ জল- ১ চা চামচ

ঘি- ১ চা চামচ

কেশর- সামান্য 

গার্নিশিং-এর জন্য

রুপোর তবক

প্রণালী

কাজু বরফির জন্য কাজুর মিহি গুঁড়ো লাগবে। এর জন্য প্রথমে মিক্সিতে কাজু মিহি করে গুঁড়ো করে নিন। তারপর ছাঁকনিতে সেই গুঁড়ো ছেঁকে নিন। যে অতিরিক্ত গুঁড়ো ছাঁকনিতে থেকে যাবে সেগুলি ফের মিক্সিতে দিয়ে গুঁড়ো করুন। এভাবে যতক্ষণ না সমস্ত কাজু পাউডারের মতো মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ গুঁড়ো করে যান।

নন স্টিক প্যান গরম করে তাতে জল, চিনি এবং এলাচ গুঁড়ো দিয়ে কম আঁচে নাড়তে থাকুন।

চিনি সম্পূর্ণ গলে গেলে তাতে কাজুর গুঁড়ো দিয়ে ক্রমাগত নাড়ুন।

দেখবেন কাজুর মিশ্রণ ক্রমে গাঢ় হতে থাকবে।

এর মাঝে এতে গোলাপ জল দিয়ে দিন।

কাজুর মিশ্রণটি যতক্ষণ না ঘন হয়ে আঠালো হয়ে যাচ্ছে, ততক্ষণ কম আঁচে মিশ্রণটি নাড়াচাড়া করে যেতে হবে।

কাজুর মিশ্রণকে একটি ময়দার ডো-এর মতো বানাতে হবে। এর জন্য সামান্য মিশ্রণ নিয়ে হাতে গোল্লা পাকিয়ে দেখুন আঁট বাঁধছে কিনা।

ডো তৈরি হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে কাজুর ডো-তে ঘি দিয়ে মেশাতে থাকুন।

ঘি সম্পূর্ণ গলে গিয়ে মিশে গেলে পাত্র থেকে কাজুর ডো নামিয়ে নিন।

এবার বাটার পেপার বা সেলোফিন পেপারে কাজু ডো রেখে হাতা দিয়ে ছড়িয়ে দিন।

ডো-এর উপর আরেকটি বাটার পেপার বা সেলোফিন পেপার রেখে বেলনি দিয়ে বেলে নিন। যাতে সমস্ত মিষ্টির উপর এবং তলভাগ সম্পূর্ণ মসৃণ হয়ে যায় এবং মিষ্টির গভীরতা সমান হয়।

উপরের সেলোফিন পেপারটি সরিয়ে কাজুর উপর কেশর ছড়িয়ে ফের পেপার রেখে বেলে নিন। যদিও কেশর দেওয়াটা অপশনাল।

এবার ছুরি বা পিৎজা কাটার দিয়ে কাজুর ডো বরফির আকারে কেটে নিন। উপরে রুপোর তবক আটকে দিন।

কিছুক্ষণ খোলা হাওয়ায় রাখলেই বরফি একদম তৈরি হয়ে যাবে।

বাড়িতে তৈরি এই কাজু বরফি এয়ার টাইট কৌটোয় তিন-চারদিন রেখে খেতে পারবেন।

You might also like!