দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা থেকে কুমারটুলির মাতৃ প্রতিমা ছড়িয়ে পড়ছে বিদেশে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে প্রবাসী বাঙালীদের মধ্যে পুজোর প্রবণতা বাড়ছে। শুধু মাতৃ মূর্তিই নয় বিদেশে পাড়ি দিচ্ছে প্রতিমাসহ পুজোর উপকরণও। বুদ্ধ মূর্তির ধাঁচে একটি প্রতিমা পাড়ি দিয়েছে বিদেশে, যার উচ্চতা প্রায় ১২ ফুট। এই প্রতিমা পাড়ি দেবে সুদূর বিদেশে।
কুমারটুলির এক মৃৎ শিল্পী এবারে ৩৭টা দুর্গা পাঠিয়েছেন বিদেশে। জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই, সুইডেন, লন্ডন, সুইজারল্যান্ড, আয়্যারল্যান্ড, ফিনল্যান্ড, আমেরিকা, ব্রাজিল, নাইজেরিয়ার মতো প্রায় পঁচিশটি দেশে এবার ঠাকুর পাঠানো হয়েছে বিদেশে।