দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্গা পুজোর মরসুম শেষ হলে উৎসবের রেশ কিন্তু রয়ে গিয়েছে। প্রত্যেক বাড়িতেই এই লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। এই পুজোর অন্যান্য নিয়মের মধ্যে অন্যতম হল মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা। অধিকাংশ বাড়িতেই মা লক্ষ্মীকে ভোগ হিসাবে খিচুড়ি ও ল্যাবড়া সহ ভাজাভুজি দিয়ে নিরামিষ ভোগ দেওয়া হয়। তবে কিছু কিছু বাঙাল বাড়িতে খিচুড়ি ভোগের সঙ্গে ইলিশ মাছের ভোগ দেওয়ার রীতি রয়েছে। কিন্তু কেন ইলিশের ভোগ দেওয়া হয় লক্ষ্মীকে জানেন?
যাঁরা বাঙাল তাঁদের বাড়িতে লক্ষ্মী পুজোয় লাবড়া, খিচুড়ি ভোগের সঙ্গে ইলিশ মাছ দেওয়া হয়। একজোড়া ইলিশ ভোগ দেওয়া হয় মা লক্ষ্মীকে। কখনও আলু, বেগুন, কখনও বা কুমড়ো দিয়ে রান্না করা হয় ইলিশের ঝোল। আর দেওয়া হয় এক খিলি পান। তবে এই রীতি একেবারেই পূর্ববঙ্গীয়দের।
পূর্ববঙ্গে অনেক পরিবারে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাছ ভোগ দেওয়ার প্রচলন আছে বলে জানা যায়। বিশেষত ঢাকা, ফরিদপুর, বরিশাল অঞ্চলে দেবীকে আমিষ ভোগ দেওয়া হয় প্রচলন আছে বলে জানা যায়। বিশেষত ঢাকা, ফরিদপুর, বরিশাল অঞ্চলে দেবীকে আমিষ ভোগ দেওয়া হয়। সেই কারণে পূর্ববঙ্গের জনপ্রিয় পদ ইলিশ মাছকে ভোগ হিসেবে দেওয়ার ব্যাপক প্রচলন রয়েছে এই কোজাগরী লক্ষ্মীপুজোয়।পূর্ববঙ্গীয় রীতিতে এইদিন মাছের পাঁচ পদ রান্না করা হয়।
এছাড়া অন্ন ভোগে খিচুড়ি, ভাজা, শাক, চাটনি, ডাবের জল ইত্যাদি দেওয়া হয়। তাছাড়াও মা লক্ষ্মীর ভোগে সব বাড়িতেই নারকেলের নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নানা মিষ্টি, খই,মুড়কি, ফলমূল তো থাকে।