Festival and celebrations

19 hours ago

Durga Puja 2024: শারদীয়া নবরাত্রির সপ্তম দিনে কালরাত্রির আরাধনা, যথোচিত ধর্মীয় মর্যাদায় পূজার্চনা ভক্তদের

Aarti at Sri Adhya Katyayani Shaktipeeth Temple
Aarti at Sri Adhya Katyayani Shaktipeeth Temple

 

নয়াদিল্লি, ৯ অক্টোবর : শারদীয়া নবরাত্রির সপ্তম দিনে বুধবার দেশের বিভিন্ন মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় আরতি ও পূজার্চনা করলেন ভক্তরা। দিল্লির ছতরপুরের শ্রী আধ্যা কাত্যায়নী শক্তিপীঠ মন্দিরে আরতি করেন ভক্তরা। নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির পুজো করা হয়। ভক্তরা এদিন সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কনকা দুর্গা মন্দিরে যান এবং মূলা নক্ষত্রামে প্রার্থনা করেন।

শারদীয়া নবরাত্রির সপ্তম দিন উপলক্ষে ভক্তরা অযোধ্যার মা পাথেশ্বরী দেবী মন্দিরে প্রার্থনা করেছেন। উত্তর প্রদেশের মির্জাপুরের বিন্ধ্যাচল মন্দিরেও ভক্তদের ঢল নামে। ভারতীয় ক্রিকেটার ময়ঙ্ক আগরওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ ও ভি বিজয় কুমার এদিন উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে পূজার্চনা করেন।


You might also like!